সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মে ১, ২০২২

সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সিলনিউজ বিডি ডেস্ক :: সাবেক অর্থমন্ত্রী সদ্য প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আলিয়া মাদ্রাসা মাঠে।

শ্রদ্ধা নিবেদন ও জানাযায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে, আব্দুল মোমেন।

এক বিশেষ বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে, আব্দুল মোমেন বলেন, প্রিয় বৃহত্তর সিলেটবাসী, আমার বড়ভাই সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে আপনারা দীর্ঘ লাইনে দাড়িয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং তীব্র গরমের মধ্যে এই রমজান মাসে তাঁর জানাযায় শরীক হয়ে তাঁকে জান্নাতবাসী করার জন্য আপনারা দোয়ায় শামিল হয়ে আমাদের কৃতার্থ করেছেন। তার জন্য আপনাদের সবাইকে আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিভিন্ন আয়োজনে এবং ব্যবস্থাপনায় যারা সময় ও শ্রম দিয়েছেন তাদের প্রতিও রইলো তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ