হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ আটক ২

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মে ২, ২০২২

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ইয়াবার চালান ও ভারতীয় মোটরসাইকেলসহ সোমবার (২মে) রাতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী উত্তর শিক গ্রামের রাস্তায় থেকে সোমবার ভোরে বিজিবির অভিযানে তাদের আটক করা হয়।

হবিগঞ্জ-৫৫বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানায় উপজেলার মনতলা বিওপির বিজিবির হাবিলদার ইব্রাহিম উল্লাহ খান এর নেতৃত্বে উল্লেখিত সময়ে সীমান্তবর্তী উত্তর শিক রাস্তা নামক এলাকা থেকে মোটসাইকেল আরোহী দু’জনকে আটক করা হয়।