সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মে ২, ২০২২
সিলনিউজ ডেস্ক :: ত্রিপুরা রাজ্যের আগরতলায় হজ ভবনে প্রতি বছরের ন্যায় এবারও জারা ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইফতার মাহফিলে বিভিন্ন ধর্মের যাজকরা উপস্থিত ছিলেন।
শনিবার (৩০ এপ্রিল) বিকালে আগরতলায় রাজ্যের হজ ভবনে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে জারা ফাউন্ডেশন।
ত্রিপুরা রাজ্যের আগরতলায় জারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা শ্রী রতন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীন, রাজ্যের হজ বোর্ডের সচিব হাফিজ উদ্দিন, শিক্ষাবিদ ড.মোস্তফা কামাল, আই আর এফ এর চেয়ারম্যান তপন সেন, এডু কেয়ার এর চেয়ারম্যান অমীয় সিনহা,জেনারেশন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান পার্থ দেব, আগরতলা পৌরসভার কাউন্সিলর গীতা দেব বর্মা।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সাংবাদিক জয়ন্ত ভট্রাচার্য, সাংবাদিক অমৃত ভৌমিক, সাংবাদিক শংকর বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ১২০জন মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মধ্যে আমাদের সম্প্রীতি অটুট রয়েছে। আমাদের মধ্যে কারো বিবেদ নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চক্রান্তকারীদের চেষ্টা অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর আশ্রয় হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি