দুবাইতে জাহানারার ‘সোনালি ঈদ’

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মে ৩, ২০২২

দুবাইতে জাহানারার ‘সোনালি ঈদ’

অনলাইন ডেস্ক :: হংকং ক্রিকেটের সহযোগিতায় দুবাইতে চলছে ‘ফেয়ারব্রেক’ নামের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে খেলতেই বর্তমানে দুবাইয়ে আছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম।

টুর্নামেন্টের টিম ফ্যালকনে খেলা জাহানার দিনও তাই কাটছে পরিবার থেকে হাজার মাইল দূরের মরুর দেশে। সেখানে বসেই দেশের মানুষদের জাহানারা জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। সাথে দুবাইতে তার ঈদ উদযাপনের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

১ মে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৫ মে পর্যন্ত চলবে। মোট ম্যাচ হবে ১৯টি। জাহানারার সতীর্থ রোমানা আহমেদও খেলছেন এই টুর্নামেন্টে। তার দলের নাম বার্মি আর্মি।

সূত্র : বিডি প্রতিদিন