চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌঁড়ে ফিরল ব্যাঙ্গালুর

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, মে ৫, ২০২২

চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌঁড়ে ফিরল ব্যাঙ্গালুর

অনলাইন ডেস্ক :: চেন্নাই সুপার কিংসের প্লে-অফের স্বপ্নটা কার্যত এবারের মত ফুরিয়ে গেল। ধোনিদের স্বপ্ন কেড়ে নিলেন বিরাট কোহলিরা। বুধবার (৪ মে) রাতে পুণেতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রবল ভাবে এবারের আইপিএল প্লে অফের দৌঁড়ে ফিরে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর।

তারকায় ভরা একটা দল আরসিবি। কিন্তু ক্রিকেটে প্রতিদিন শুধু তারকাদের ওপর ভর করে পার পাওয়া যায় না। এদিনের ম্যাচে সেটাই যেন উপলব্ধি করলেন বিরাটরা। ব্যাটিং বা বোলিং, স্কোর কার্ড বলে দিচ্ছে বড় কোনও পারফরম্যান্স নেই, কিন্তু যেটা ছিল ছোট ছোট অবদান। আর তার ওপর ভর ভর করেই চেন্নাইকে পেছনে ফেলে দিল ডু প্লেসির দল। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। বাকি তিনটি ম্যাচে দুইটিতে জিততেই হবে তাদের। সেই লড়াইয়ের মঞ্চটা যে তৈরি হয়ে গেল চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন ধোনি। শুরুতে বিরাট ও ফাফের ব্যাটে ভর করে ভালই এগুচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। ৬২ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙল অষ্টম ওভারে। ৩৮ রানে আউট হলেন ডু প্লেসি। তবে এই জুটি ভাঙতেই কেমন যেন কাঁপুনি ধরল আরসিবির ইনিংসে। দশ ওভারের মধ্যেই ম্যাক্সওয়েল ও বিরাট ফিরে গেলেন ড্রেসিংরুমে। বিরাটের ব্যাট থেকে ৩০ রান এল। কিন্তু ৩ রানে রানআউট হলেন ম্যাক্সি। পাতিদার ও লোমরোর জুটি দলকে বেশ কিছুটা স্বস্তি দিল বটে। ২১ রান পাতিদার ফেরেন সাজঘরে। কার্তিক ও লোমরো জুটি এরপর হাল ধরে। ৪২ রানে আউট হন লোমরো। কার্তিক একা হয়ে গেলেন এরপর। তার অপরাজিত ২৬ রান আরসিবিকে পৌঁছে দিল ১৭৩ রানে। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনটি উইকেট নিলেন তিকসনা। দুইটি উইকেট মইন আলির।

জবাব দিতে নেমে পাওয়ার প্লে কাজে লাগিয়ে দুরন্ত শুরু হয় চেন্নাই সুপার কিংসের। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৫১ রান স্কোর বোর্ডে তোলে চেন্নাই সুপার কিংস। কিন্তু এরপরই ম্যাচে ফেরে আরসিবি। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দলকে ম্যাচে ফেরালেন ম্যাক্সওয়েল। রবিন উথাপ্পা ও আম্বাতি রায়াডুকে ফেরালেন ১০ ওভারের মধ্যেই। ঋতুরাজ শাহাবাজের শিকার। এই তিনটি উইকেট ম্যাচটা অনেকটাই ঝুঁকিয়ে দিল আরসিবির দিকে। এরপর ১৫তম ওভারে কনওয়ে ফিরলেন। তিনি হাসারাঙ্গার শিকার। ম্যাচে আরও দাপট বাড়ল বিরাটদের।

এরপর ফিরলেন চেন্নাইয়ের সাবেক নেতা জাদেজা। ক্রিজে এলেন মহেন্দ্র সিং ধোনি। ২৪ বলে তখন বাকি ৫২ রান। ধোনিকে একপাশে রেখে ব্যাট চালাতে শুরু করলেন মইন আলি। ৩৪ রানে মইনকে ফেরালেন হর্ষল। ধোনির সামনে তখন একটাই উপায় বড় শটের জন্য ঝাঁপান। ঝাঁপালেন তবে ধোনির শট জমা পরল বিরাটের হাতে। চেন্নাইয়ের কামব্যাকের স্বপ্ন শেষ। ২০ ওভারে ১৬০ রান পর্যন্ত পৌঁছাল চেন্নাই। ১৩ রানে ম্যাচ জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের।

সূত্র : বিডি-প্রতিদিন