রাশিয়া-ইউক্রেইন্ এক প্রলম্বিত যুদ্ধ: আশংকা ও ব্যাপ্তি ….

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ৬, ২০২২

রাশিয়া-ইউক্রেইন্ এক প্রলম্বিত যুদ্ধ: আশংকা ও ব্যাপ্তি ….
রাশিয়া-ইউক্রেইন্ এক প্রলম্বিত যুদ্ধ:
আশংকা ও ব্যাপ্তি ….
এডভোকেট সামসুজ্জামান জামান
রাশিয়া ইউক্রেইন্ যুদ্ধের প্রায় তিন মাস l যুদ্ধের শুরুতে সামরিক ভারসাম্যের গতি প্রকৃতি বিবেচনায় ফলাফলের তড়িৎ ভবিষৎ বাণী কে ম্লান করে দিয়ে এক প্রলম্বিত যুদ্ধ পরিস্তিতি পৃথিবী পর্যবেক্ষন করছে l ইউক্রেইন্ এর পশ্চিমা মিত্ররা যুদ্ধের প্রারম্ভিক এ যে সীমিত সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল সেটি এখন প্রকাশ্যেই অনেক বিস্তৃত l ন্যাটো ও তার মিত্ররা বিশেষ করে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক রাজনৈতিক সাহায্য যার অর্থ
রাশিয়া কে এক
“মাকড়সার জালের” মধ্যে আটকে ফেলা তা কতদূর বাস্তবে ফলপ্রসূ হবে সেটি নিয়ে পশ্চিমা থিঙ্কট্যাঙ্ক এখন নিশ্চিতরূপেই গবেষণা করবেন l
ইউক্রেইন্ এর শক্তিশালী প্রতিপক্ষ পরাশক্তি রাশিয়ার অর্থনীতি কে আইসোলেটেড করার পশ্চিমা রণনীতি দৃশ্যতঃ আর কাজ করছে না l
ইউরোপের রাশিয়ার গ্যাস ও তেলের উপর নির্ভরতা তাদের কে ব্যাকফুটে নিয়ে গেছে l ইতিমধ্যে রাশিয়ার চাহিদা মতো রুবল দিয়ে গ্যাস
কেনার দাবী ইউরোপের অনেক দেশ কেই মেনে
নিতে হয়েছে l যুদ্ধবিশারদ ও অর্থনীতিবীদদের(পশ্চিমা) ধারণা ছিলো অন্তর্জাতিক লেনদেন এর ক্ষেত্রে রাশিয়া কে প্রতিবন্দকতার মুখে ফেলতে পারলেই পুতিনের যুদ্ধংদেহী মনোভাব পরিবর্তন হতে বাধ্য যা কার্যতঃ হচ্ছে না l ডলার এর বিপরীতে শক্তিশালী হওয়ার ইংগিত দিচ্ছে রুবল যা যুদ্ধের শুরুতে অনেক নীচে নেমে গিয়েছিলো l
এদিকে আমেরিকা ও তার মিত্রদের ক্রমাগত অস্ত্রের সরবরাহ খুব একটা কাজে আসছেনা l
রাশিয়ার একের পর এক আক্রমণ ধ্বংসের প্রচন্ডতা বৃদ্ধি করছে l সেই সাথে জেগে উঠছে নতুন শংকা l পশ্চিমা বিশ্ব নিশ্চিত রূপে এই অপমান সহজে মেনে নেবে না l এতো দিনের গড়ে ওটা বিশ্বব্যবস্তার প্রতি ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ
মোকাবেলায় করণীয় সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার ভয়ানক পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে l মানব-সভ্যতা আরো একবার গভীর সঙ্কটের মুখোমুখি l
Advocate shamsu zaman
Chairmen Board of Editor’s
Daily Shyamal Sylhet
04/05/2022

এ সংক্রান্ত আরও সংবাদ