ছোট পর্দায় ৪র্থ দিনের ঈদ

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ৬, ২০২২

ছোট পর্দায় ৪র্থ দিনের ঈদ

বিনোদন ডেস্ক ::

বিটিভিতে ‘বউ-শাশুড়ি’ :: বাংলাদেশ টেলিভিশনে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে পারিবারিক সম্পর্কভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘বউ-শাশুড়ি’। আনজীর লিটনের পরিকল্পনা ও গ্রন্থনায় এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার মোহাম্মদ হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। তারা কথা বলেছেন বউ-শাশুড়ির সম্পর্ক নিয়ে। আরও অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা ও তার ছেলের বৌ, কথাসাহিত্যিক ঝর্ণা রহমান ও তার ছেলের বৌ এবং অভিনেত্রী শামীমা তুষ্টি ও তার শাশুড়ি। আছেন ক্রিকেটার জেসি, অভিনেত্রী শবনম পারভীন, উপস্থাপিকা মিথিলা ফারজানা, অভিনেতা মাজনুন মিজান। বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে গান গেয়েছেন কিশোর, নিশিতা বড়ুয়া, হাসান সিহাবী, নাজু আখন্দ ও সুজানা রূপা।

এটিএন বাংলায় ‘লাভ ট্রিপ’:: এটিএন বাংলায় রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘লাভ ট্রিপ’। রচনায় সোয়াইল রহমান। চিত্রনাট্য ও পরিচালনায় মহিদুল মহিম অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা প্রমুখ।

চ্যানেল আইতে ‘ঢাকা ড্রিম’ ::  অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখী হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। পরিচালনা করেছেন প্রসূন রহমান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদৎ হোসেন, মনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা, আরশ খান। এ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত এসএম মহসীন। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে আজ সকাল ১০ টা ১৫ মিনিটে।

একুশে টিভিতে ‘শ্বশুরবাড়ি ঈদের হাঁড়ি’:: \একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে সাত পর্বের বিশেষ ঈদ ধারাবাহিক নাটক ‘শ্বশুরবাড়ি ঈদের হাঁড়ি’। আজ দেখা যাবে এর চতুর্থ পর্ব। হাস্যরসাত্মক ধারাবাহিক নাটকটি রচনা করেছেন জাহিদ বাবুল এবং পরিচালনা করেছেন এস এম রুবেল রানা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীলা ইসলাম, রূপক মুসলী, সেলিম রেজা, মিথিলা, আইনুন পুতুলসহ আরও অনেকে। ধারাবাহিক নাটকটি প্রচার হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

এনটিভিতে ‘হোয়াট ইজ লাভ’ :: এনটিভিতে সন্ধ্যায় ৬টায় প্রচার হবে ঈদ ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ। আজ দেখা যাবে এর চতুর্থ পর্ব। গোলাম রাব্বানীর রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাহউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

আরটিভিতে ‘হরিজন পল্লী’ :: আরটিভিতে বেলা ২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’র’। পরিচালনায়: সকাল আহমেদ। অভিনয়ে তাসনুভা তিশা, আরশ খান, সেলিনা আফ্রি, সুব্রত তন্ময়, লুৎফর রহমান জর্জ, রেশমা, জয়রাজ, আব্দুল্লাহ রানা প্রমুখ।

বাংলাভিশনে ‘এক জনমে ভালোবেসে’ :: মেজবাহ উদ্দিন সুমন-এর রচনা ও রুবেল হাসান-এর পরিচালনায় টেলিফিল্ম ‘এক জনমে ভালোবেসে’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূর ও আরও অনেকে।

বৈশাখী টিভিতে ‘নায়িকার বিয়ে’ :: বৈশাখী টিভিতে রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘নায়িকার বিয়ে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। আর অভিনয় করেছেন পপি, হাসান জাহাঙ্গীর প্রমুখ।