সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
অনলাইন ডেস্ক :; ভারতে করোনা (কোভিড-১৯) মহামারীতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের হার বিবেচনায় বলা হচ্ছে, মহাসংক্রমণের দিকে এগোচ্ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ১০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত সাত দিনে আক্রান্তের দিক দিয়ে দেশটি নিজেই নিজের রেকর্ড ভেঙ্গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সোমবার লকডাউন শিথিল করার একদিন পরেই ২৪ ঘণ্টার দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে। আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৬৬ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮১ জনের।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনা মহামারীর হাত থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার হার ৪৮ দশমিক ৪৬ শতাংশ।
দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ হাজারের বেশি। যা সংক্রমণের সংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে। রাজ্যটিতে এ পর্যন্ত তিন হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে মুম্বাইর কথা বলা হচ্ছে। এরপরেই তৃতীয় অবস্থানে রয়েছে তামিলনাডু।
খবরে বলা হচ্ছে, গত কয়েকদিন ধরে ভারত জুড়ে লকডাউন উত্তোলনের পর্যায় আনলক ১ শুরু হয়েছে। যার অধীনে উপাসনালয়, শপিংমল ও রেস্তোঁরাগুলো ফের চালু করা হয়েছে। ফলে গত কয়েকদিন ধরে সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে ভারতে। আনলক-১ কনটেইনমেন্ট জোনগুলোতে নিষিদ্ধ কার্যক্রম ফের শুরু করার তিন ধাপের পরিকল্পনার প্রথম ধাপ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, করোনায় সংক্রমণের দিক দিয়ে ভারত ইতালিকে ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটি আক্রান্তের দিক দিয়ে ৬ নম্বর অবস্থানে রয়েছে। ধারণা করা হচ্ছে, আক্রান্তের গড় হার অনুযায়ী অল্প দিনের মধ্যেই দেশটি যুক্তরাজ্যকে অতিক্রম করবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি