কোম্পানীগঞ্জে বন্যার্তদের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

কোম্পানীগঞ্জে বন্যার্তদের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বৃহস্পতিবার দুপুরে বন্যাকবলিত কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পানিবন্দি গ্রামগুলো ঘুরে দেখেছেন।

এসময় তিনি তিন শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে প্যাকেট ভর্তি চাল, ডাল, তেল, আটা, আলু ও লবণ দিয়েছেন। পাশাপাশি শুকনো খাবার চিড়া, মুড়ি ও গুড়সহ শিশু খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।

শুরুতে থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

পরে নৌকাযোগে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের গুচ্ছগ্রাম, ডুপরিয়াকান্দিসহ উপজেলা সদরের নিকটবর্তী গ্রামগুলো ঘুরে দেখেন এবং বানভাসি মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, সহকারী কমিশনার আহসানুল আলম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও আরাফাত আলী মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ