তাহিরপুরে বজ্রপাতে নিহত শিশুদের পরিবারকে প্রশাসনের অনুদান প্রদান

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

তাহিরপুরে বজ্রপাতে নিহত শিশুদের পরিবারকে প্রশাসনের অনুদান প্রদান

তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুরে বজ্রপাতে নিহত তিন শিশুর পরিবারকে উপজেলা প্রশাসন থেকে দাপন কাপনের জন্য তাৎক্ষনিক প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা নগদ অনুদান দিয়েছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে সরেজমিন পরিদর্শন শেষে নিহতদের অভিবাবকদের হাতে নগদ অর্থ তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।

এসময় তার সঙ্গে ছিলেন- বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ইউপি সদস্য দুলাল মিয়া প্রমুখ। প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের সামনের খেতে বাদাম তুলতে গিয়ে আকষ্মিক বজ্রপাতে একই গ্রামের তিন শিশু নিহত হয়। নিহত শিশুরা হল, সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের শিশু কন্যা তাওহিদা বেগম (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা বেগম (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল ইসলাম (১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৮ জন। এর মধ্যে গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনি নামে দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই বজ্রপাতের ঘটনাটি ঘটে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বিষয়টি নিশ্চত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পবিবারকে তাৎক্ষনিক নগদ ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে সমবেদনা জানানো হয়েছে।