সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২২
অনলাইন ডেস্ক :: দুই দলের দাপুটে লড়াইয়ের পর শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্রয়েই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। বৃহস্পতিবার পঞ্চম দিনের শেষ সেশনে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এরপর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। চট্টগ্রাম টেস্টে প্রথম টেস্টে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন লঙ্কান মিডল অর্ডার ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথিউস। মোস্ট ভেল্যুয়েবল ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান।
এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করে ৪৬৫ রান তুলে। অপরদিকে লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৩৯৭ রানে।
প্রথম ইনিংসে দ্রুত ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ক্রিজে দাঁড়িয়ে যান ম্যাথিউস। শেষ ব্যাটার হিসেবে তিনি ফিরে যাওয়ার আগে খেলেন ১৯৯ রানের ইনিংস। এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তিনি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন।
অন্যদিকে নাঈম হাসান দেড় মাস পরে টেস্ট দলে ফিরেই দুর্দান্ত বোলিং করেছেন। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা এই ডানহাতি অফ স্পিনারের। তিনি একাই তুলে নেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং করায় ম্যাচের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছেন তিনি।
সূত্র : বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি