নতুন গাড়িতে হিরো আলমের স্বপ্নপূরণ, কিনবেন ফ্ল্যাটও

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

নতুন গাড়িতে হিরো আলমের স্বপ্নপূরণ, কিনবেন ফ্ল্যাটও

বিনোদন ডেস্ক :: টয়োটা ফিল্ডার ২০১৮ মডেলের নতুন গাড়ি কিনেছেন আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। এই গাড়ি কেনাকে নিজের স্বপ্নপূরণ বলছেন তিনি, সেই সঙ্গে এবার ঢাকায় ফ্ল্যাট কেনার পরিকল্পনার কথাও জানিয়েছেন। গাড়ি কেনা প্রসঙ্গে এক ফেসবুক লাইভে হিরো আলম বলেন, স্বপ্ন ছিল সিনেমার হিরো হব। আল্লাহ সেটা পূরণ করেছে। সব সময় চিন্তা করি মানুষের পাশে দাঁড়াতে, আল্লাহ সেটাও পূরণ করেছে। আমার অনেক বিপদ আসে, আল্লাহ সেটাও দূর করেন। আমার স্বপ্ন ছিলো সৎ পথে কবে একটা গাড়ি কিনব। আল্লাহ আজ আমার সেই স্বপ্নটাও পূরণ করেছে। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।