সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২২
বিনোদন ডেস্ক :: গেল ঈদে বেশকিছু কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন চলতি প্রজন্মের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। বিশেষ করে তার অভিনীত ‘হাঙর’ নাটকটি প্রশংসিত হয়েছে সর্বমহলে। অন্যদিকে ‘প্রয়োজন’ নাটকে মাহির লুক-অভিনয় নজর কেড়েছে। নতুন খবর হলো রোজার ঈদের পর এ অভিনেত্রী একটি কাজের মাধ্যমে শুটিংয়ে ফিরলেন। আর সেটা হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে। যার নাম ‘চিড়’। এটি পরিচালনা করছেন অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। এটিই তার পরিচালিত প্রথম কাজ। মূলত ফেস্টিভ্যালের জন্যই নির্মাণ করা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আর এতে অভিনয় করছেন সামিরা খান মাহি
বিজ্ঞাপন
তার সঙ্গে রয়েছেন সেমন্তি সৌমী। এরই মধ্যে শুটিংও হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে মানবজমিনকে মাহি বলেন, ঈদের পর প্রথম কাজ শুরু করলাম। এটি পরিচালনা করছে চমক। তার প্রথম কাজ এটি। খুব ভালো একটি প্রোডাকশন হচ্ছে। এখানে আমি ও সৌমী অভিনয় করছি। দু’জন বান্ধবীর একসঙ্গে বেড়ে ওঠা ও তাদের জীবনের নানা বাকবদল নিয়ে এর গল্প গড়ে উঠেছে। মজার বিষয় হলো- এর শুটিংয়ে সব মেয়েরাই রয়েছে। পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন থেকে শুরু করে প্রতিটি জায়গাতেই রয়েছে নারী। তাই অন্যরকম একটি আবহ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি