সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আখালিয়া থেকে চিহ্নিত ৩ চোরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় আখালিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের হরিণাকান্দি গ্রামের মৃত মুক্তার আলীর পুত্র মো. শুক্কুর আলী (১৮), মৃত লালু মিয়ার পুত্র আবু মিয়া (২০) ও আখালিয়া ধানুহাটারপাড় এলাকা বশির মিয়ার পুত্র মনির উরফে আলাক।
জানা যায়, গত ৬ আগষ্ট রাত ১০টা থেকে পরদিন সকাল ১০টায় পর্যন্ত যেকোন সময় আখালিয়া নেহারীপাড়াস্থ ১নং বিজিবি গেইটের বিপরীত পার্শ্বে রিপন ষ্টোর নামীয় দোকান ঘরে চুরি সংঘঠিত হয়। চুরেরা বিভিন্ন কোম্পানীর সিগারেট যাহার মূল্য অনুমান ৭০ হাজার, এবং ইলেকট্রিক মোটর যাহার মূল্য অনুমান ২০ হাজার টাকা, বিভিন্ন কোম্পানীর উন্নত মানের ১০টি লাইট মূল্য অনুমান ৬ হাজার দুইশত টাকা, ২ কার্টুন পেপসি ও সেভেনআপ যাহার মূল্য অনুমান ১ হাজার এবং ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ১৭ হাজার ২’শ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় দোকানের মালিক মোঃ রিপন আহমেদ বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন। যার মামলা নং-০৯, তাং-০৬/০৮/২০২০খ্রিঃ।
মামলার প্রেক্ষিতে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর নির্দেশনায় কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া আখালিয়ায় অভিযান চালান। অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি