সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: পটুয়াখালীর গলাচিপায় নির্বাচনের জেরে প্রতিপক্ষের হাতুড়ির হামলায় আনিসুর রহমান (৪১) নামে একজন পরাজিত ইউপি সদস্য প্রার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার উপজেলার চরকপালবেড়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। হামলার শিকার আনিসুর ওই গ্রামের মৃত আসমান আলী চৌকিদারের ছেলে।
হামলাকারী একই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য দুলাল খান ও তার ছোট ভাই তুহিন খান (৩৬)। হামলাকারীরা ওই গ্রামের মো. বাদশা খানের ছেলে। স্থানীয়রা উদ্ধার করে আহত আনিসুরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহত আনিসুর রহমান বলেন, গত ইউপি নির্বাচনে উপজেলার চরকাজল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে আমি ও বর্তমান ইউপি সদস্য দুজনেই ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। নির্বাচনে আমি পরাজিত হই। পরবর্তীতে বিজয়ী ইউপি সদস্য দুলাল খান নির্বাচনের খরচবাবদ আমারর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার চরকপালবেড়া বাজারে বর্তমান ইউপি সদস্য দুলাল খানের নেতৃত্বে তার ছোট ভাই তুহিন খান ও সংঘবদ্ধ একটি স্থানীয় সন্ত্রাসী দল লোহার হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়। এতে আমার ডান হাতের কনুই ভেঙে গেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি