সিলেট বিভাগ গণদাবী ফোরামের দাবী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রতি উপজেলায় ৫০ হাজার ভিজিএফ কার্ড প্রদান করা হোক

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২২

সিলেট বিভাগ গণদাবী ফোরামের দাবী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রতি উপজেলায় ৫০ হাজার ভিজিএফ কার্ড প্রদান করা হোক

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা গতকাল ২৯ মে রোববার দুপুরে নগরীর সুরমা ম্যানশন ৩য় তলাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে সভায় সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় বলা হয়, সাম্প্রতিককালের বন্যায় সিলেট বিভাগের অধিকাংশ বোরো ও আউশ ফসল নষ্ট হওয়ায় কৃষককূল দিশেহারা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসনের জন্য সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় কমপক্ষে ৫০ হাজার করে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা প্রয়োজন। এছাড়া ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য নগদ অর্থ ও গৃহনির্মাণ সামগ্রী প্রদান অপরিহার্য।

সভায় বলা হয়, বন্যার পানি কমার সাথে সাথে নগরীর ড্রেন ও ছড়ায় ময়লা-আবর্জনা ও দুষিত পানি জমে পরিবেশ দুষিত হওয়ায় ডায়রিয়া, জ্বর ও চর্মরোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। এই অবস্থায় নগরীর রাস্তাঘাট, ড্রেন, নালা, ছড়া ও বন্ধ জলাশয় পরিষ্কার ও জীবাণুনাশক ঔষধ ছিটানো আবশ্যক। এছাড়া অকাল বন্যার হাত থেকে সিলেট বিভাগের জনপদ ও ফসল রক্ষার জন্য সকল ছোট-বড় নদী খনন ও হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য সভায় গুরুত্বারোপ করা হয়। বন্যা ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান জরুরী ভিত্তিতে মেরামত ও পুনঃনির্মাণের দাবী জানানো হয়।

উপরোক্ত বিষয়ে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সদস্য শিক্ষক আব্দুল মালিক, সাবেক মেম্বার ইর্শাদ আলী, রিয়াজ উদ্দিন আহমদ, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, শওকত আলী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ