সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২২
ওসমানীনগর প্রতিনিধি :: এলাকার শিক্ষা বিস্তার ও দারিদ্র্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক কল্যানে কাজ করে যাচ্ছেন সিলেটের ওসমানীনগরের মোল্লাপাড়া গ্রামের প্রবাসী পরিবার কর্তৃক গঠিত ‘ফ্রেন্ডস অব সিলেট ইউক’র কর্ণধাররা। এর ধারাবাহিকতায় মানবিক সাহায্যকারী ওই সংস্থার মাধ্যমে প্রতিবছরের ন্যায় বিনামূল্যে চক্ষু সেবা, ঔষধ ও চশমা প্রদানসহ ছানি রোগীদের চিহ্নিত করার মাধ্যমে এলাকায় পাঁচ শতাধিক লোকজনকে বিনামূল্যে চক্ষুসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
রবিবার উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় প্রধান অতিথি থেকে দিনব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
মোল্লাপাড়া আব্দুল মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা সংস্থার অর্থ সম্পাদক আওলাদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খানেঁর পরিচালনায় বক্তব্য রাখেন- মোল্লাপাড়া আব্দুল মিয়া কলেজের কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মুকিদ মিয়া।
বক্তারা বলেন, দেশের কল্যানে সরকারের পাশাপাশি প্রবাসীদের উদ্যোগ অপূরনীয়।মোল্লাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আওলাদ মিয়ার উদ্যোগে এলাকায় উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনসহ অসহায় মানুষের সার্বিক কল্যান গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছেন প্রবাসী পরিবারের সদস্যরা। দেশের প্রান্তিক জনগোষ্টির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টার বাস্থবায়নে প্রবাসী পরিবারের পক্ষ থেকে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চক্ষুসেবা ও ঔষধপত্র প্রদানের উদ্যোগ সর্বক্ষেত্রে খুঁড়িয়েছে প্রশংসা।এতে উপকৃত হচ্ছে গোটা উপজেলার শতশত দুঃস্থ মানুষরা। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে এটা অব্যাহত রাখার আহব্বান জানান তারা।
বক্তব্য রাখেন- উমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুল হক আকলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া, সমাজসেবক গিয়াস মিয়া, উপজেলা কৃষকলীগ নেতা মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা সাইদুর রহমান, জাকির হোসেন, মোল্লাপাড়া আব্দুল মিয়া কলেজের নির্বাহী কমিটির সদস্য সেলিমুর রহমান, সমাজসেবী আলফাজুর রহামন ফরহাদ, ছালিক মিয়া, রাজা মিয়া, হারুন মিয়া প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মোল্লাপাড়া আব্দুল মিয়া কলেজের নির্বাহী কমিটির সাবেক সদস্য ইলিয়াস হোসেন লেফাছ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি