সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: জাহিদুলে ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জৈন্তাপুর প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক শাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বেলাল এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরণের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ। নেতৃবৃন্দ, সাংবাদিক জাহিদুল ইসলাম এর ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। তারা এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য,বৃহস্পতিবার (৬ আগস্ট) পেশাগত দ্বায়িত্ব পালনকালে হামলার শিকার হন দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট প্রতিদিন ২৪.কম, সিল নিউজ বিডির জৈন্তাপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম । হামলায় গুরুতর আহত হন তিনি। তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ, ঘড়ি হাতিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে জাহিদুলকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি