নমপেনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক’ পরিদর্শন রাষ্ট্রদূতের

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুন ১, ২০২২

নমপেনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক’ পরিদর্শন রাষ্ট্রদূতের

সিলনিউজ বিডি ডেস্ক :: কম্বোডিয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. আব্দুল হাই সে দেশের নমপেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক’ সরেজমিনে পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার এ পরিদর্শনে নমপেন মিউনিসিপালিটির উপ-গভর্নর নুয়ন ফারাট বাংলাদেশের রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু সড়কস্থলে স্বাগত জানান এবং উদ্বোধনী অনুষ্ঠানের অগ্রগতি সম্পর্কে অবগত করেন।

ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সড়ক সরেজমিনে পরিদর্শনের জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং সড়কটির কোথায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক’ নামাঙ্কিত স্মারক স্থাপিত হবে সে স্থান প্রদর্শন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অল্প সময়ের মধ্যে সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক নামাঙ্কিত স্মারক ডিজাইন ও প্রস্তুতকরণের প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করা হবে। এ বিষয়ে নমপেন মিউনিসিপ্যালিটির একটি কারিগরী দল কাজ করছে।
সড়ক পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের ইকনোমিক মিনিস্টার সৈয়দ রাশেদুল হোসেন, কাউন্সিলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী এবং প্রথম সচিব (শ্রম) ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন। পরবর্তীতে আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিনিধিদল ও নমপেন মিউনিসিপালিটির কারিগরী প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্মারক ডিজাইন, স্মারক স্থাপনের স্থান নির্বাচন ও উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র : বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ