সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুন ১, ২০২২
বিনোদন ডেস্ক :: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর বছর জুড়েই স্টেজ নিয়ে ব্যস্ত থাকেন। মধ্যে করোনার কারণে স্টেজ বন্ধ ছিল দীর্ঘ সময়। এই সময়ে ঘরেই কাটিয়েছেন আঁখি বেশিরভাগ সময়। পরিবারের নিরাপত্তার দিকেই জোর দিয়েছেন। তবে চলতি বছরের শুরু থেকেই স্টেজে ব্যস্ত হয়েছেন তিনি। শুরু করেছেন নতুন গানও। সব মিলিয়ে কেমন আছেন? আঁখি আলমগীর বলেন, ভালো আছি। তবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে’র মৃত্যু সংবাদটা শুনে মনটা বিষাদে ভরে গেছে। এরকজন শিল্পী স্টেজে গান গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়লেন। তারপর চিরবিদায় নিলেন।
কত ঠুনকো আমাদের জীবন। আর কেকে হৃদয় দিতে গাইতেন। তার মতো শিল্পী খুব কমই আছে। এখন ব্যস্ততা কি নিয়ে আপনার? এ গায়িকা বলেন, স্টেজ শুরু হয়েছে আবার পুরোদমে। মধ্যে রমজান ও ঈদে যদিও বন্ধ ছিল। এখন আবার শো করছি।
দুই বছরে অনেক ক্ষতি হয়েছে আমাদের। করোনার কারণে স্টেজ বন্ধ ছিল। এ সময়ে শিল্পী-মিউজিশিয়ানরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতিতো পূরণ হবার নয়। তবে সবাইকে মিলে চেষ্টা করতে হবে। নতুন গান কি করা হচ্ছে? আঁখি আলমগীর বলেন, নতুন গান কয়েকটি করা আছে। সময় সুযোগমতো এগুলো প্রকাশ করবো। আমার মধ্যে কখনও তারাহুড়া ছিলো না। এখনও নেই। গান তারাহুড়ো করে হয়ও না। তাই যখন সময় হবে তখনই গান শ্রোতাদরে কাছে পৌছে দেবো। সংগীতের অবস্থা এখন কেমন মনে হচ্ছে? আঁখির উত্তর- আমি আশাবাদী মানুষ। ইতিবাচক থাকতে ও রাখতে পছন্দ করি। করোনার কারণে আমরা খানিক পিছিয়েছি। তবে সেটা না ভেবে এখন কেবল সামনের দিকে এগিয়ে যেতে হবে।
স্টেজ, নতুন গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিটা সরব রাখতে হবে। ‘মখমল বাই আঁখি আলমগীর’ নামের একটি অনলাইন ব্র্যান্ডও চালু করেছেন। তার কি অবস্থা? এ গায়িকা বলেন, বেশ ভালো চলছে। অনেক সাড়া পাই প্রতিনিয়ত। এর জন্য ডিজাইনের কাজ চলছে। গানের বাইরেও ভিন্ন কিছু করার পরিকল্পনা থেকেই এর শুরু। তবে অল্প সময়ে এখানকার পোশাক মানুষ এতটা পছন্দ করবে ভাবিনি। এর ফলে উৎসাহটা আরও বেড়ে গেছে। সামনে আরও নতুন সব ডিজাইন নিয়ে সবার সামনে আসার পরিকল্পনা চলছে। দেখা যাক কি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি