‘কলকাতা নাইট রাইডার্সকে নিজের দল মনে হয়’

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

‘কলকাতা নাইট রাইডার্সকে নিজের দল মনে হয়’

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম বলেছেন, বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খুবই জনপ্রিয়। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আমার পছন্দের টিম।

জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১০৮ ম্যাচে ৮৮ উইকেট শিকার করা এ পেসার আরও বলেছেন, সাকিব ভাই সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময়ে আমি হায়দরাবাদকেও সাপোর্ট করেছি। এবার বাংলাদেশ থেকে কেউ নেই আইপিএলে। আমি আমার পছন্দের দল কেকেআরকেই সাপোর্ট করব।

সম্প্রতি ভারতের জনপ্রিয় একটি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এ তারকা ক্রিকেটার বলেছেন, কেকেআরকে কেন এত ভালো লাগে, তা ব্যাখ্যা করতে পারব না। তবে আইপিএলের শুরু থেকেই কেকেআরকে আমার ভালো লাগত। মনে হতো এটা আমাদের নিজেদের টিম। খুব আপন মনে হতো। তবে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি আমার পছন্দের ক্রিকেটার। ওদের খেলা আমি মন দিয়ে দেখি।

যদি সুযোগ হয়, তাহলে কোন পুরুষ ব্যাটসম্যানকে আউট করতে চাইবেন? এমন প্রশ্নের জবাবে জাহানারা বলেন, বিরাট কোহলিকে আউট করতে চাইব।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলেছেন, আমার এখনও ইডেনে খেলার সৌভাগ্য হয়নি। আশা করি একদিন ইডেন গার্ডেন্সে খেলব, ইংল্যান্ডের লর্ডসে খেলব। ক্রিকেটের সব লিজেন্ডরা ইডেন-লর্ডসে খেলেছেন। আমিও খেলতে চাই।