আরও অত্যাধুনিক নতুন ড্রোন সামনে আনল তুরস্ক

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

আরও অত্যাধুনিক নতুন ড্রোন সামনে আনল তুরস্ক

অনলাইন ডেস্ক :: দীর্ঘদিন ধরেই তুর্কি ড্রোন বিপুল সাফল্য লাভ করছে যুদ্ধক্ষেত্রে। কারাবাখ ও লিবিয়ার যুদ্ধক্ষেত্রেও তুরস্কের তৈরি ড্রোনগুলো কেবল বিপুল সাফল্যই লাভ করেনি বিশ্বব্যাপী প্রশংসাও পেয়েছে।

এবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ড্রোন কার্গি কামিকাজে প্রথমবারের মতো সামনে এনেছে তুরস্ক।
২০১৮ সালে প্রথমবারের মতো এই ড্রোনটি উড়ানো হয়েছিল। এবার ইএফইএস-২০২২ সামরিক প্রশিক্ষণে এ ড্রোনটি প্রদর্শন করা হয়। ড্রোনটির সফটওয়্যারসহ সবকিছু তুরস্কেই তৈরি ও ডিজাইন করা হয়েছে।

কার্গি কামিকাজে ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করে দিতে এবং সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তাছাড়া এটি লক্ষ্য খুঁজে বের করা ও নির্ভুলভাবে সেখানে হামলা চালাতে সক্ষম।

তুরস্কের সাইন্টিফিক এন্ড টেকনোলোজিক্যাল রিসার্চ কাউন্সিলের সহায়তা নিয়ে লেনতাতেক এটি তৈরি করেছে। এখন এটির বৃহৎ উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান।

কার্গি কামিকাজে ড্রোনগুলো ইসরায়েলের তৈরি হার্পি ড্রোনগুলোর জায়গায় অন্তর্ভুক্ত করবে তুরস্কের সামরিক বাহিনী।

ড্রোন নিয়ে তুরস্কের সমর কৌশল বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। বহু দেশ তাদের প্রতিরক্ষা কৌশলকে তুরস্কের বর্তমান সাফল্যের আলোকে পুনর্বিন্যস্ত করছে, যাতে করে বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কৌশলের যে পরিবর্তন হচ্ছে তার সাথে মানিয়ে নেয়া যায়।

সূত্র : ডেইলি সাবাহ

সূত্র : বিডি-প্রতিদিন