অগ্নিদগ্ধদের বিনামূল্যে ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম সরবরাহ বিএসপি’র

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

অগ্নিদগ্ধদের বিনামূল্যে ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম সরবরাহ বিএসপি’র

সিলনিউজ বিডি ডেস্ক :: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে আহতদের বিনামূল্যে ওষুধ ও খাবার দিয়ে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি। ৫ জুন রোববার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নির্দেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তারদের হাতে তুলে দেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতারা। এছাড়া হাসপাতালে উপস্থিত আহত নিহত আত্মীয় স্বজনদের কাছে দলের কর্মীরা শুকনা খাবার ও পানি সরবরাহ করেন। মইনীয়া সাইফীয়া ব্লাড ব্যাংক এর কর্মীরা রক্ত সরবরাহ করে আহতদের রক্ত দান করছেন। এসময় বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতা কাজী শহীদুল্লাহর নেতৃত্বে নোমান উদ্দিন রাজিব, গিয়াস উদ্দিন রাজিব, মাহবুবুর রহমান আপনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ