ইভিএম যাচাইয়ে ৩৯ রাজনৈতিক দলকে ডাকবে ইসি

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২২

ইভিএম যাচাইয়ে ৩৯ রাজনৈতিক দলকে ডাকবে ইসি

অনলাইন ডেস্ক :: আগামী ১৯ জুন থেকে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাই করে মতামত দেওয়ার জন্য ডাকবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তিন ভাগে প্রতিদিন ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ১৯ জুন জাতীয় পার্টিসহ ১৩টি দল, ২১ জুন বিএনপিসহ ১৩ টি দল ও ২৬ জুন আওয়ামী লীগসহ ১৩টি দলকে ডাকা হবে। প্রতিটি দল তাদের প্রতিনিধি/কারিগরি টিমের পাঁচ জন করে সদস্য পাঠাতে পারবে। দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে কয়েকদিনের মধ্যেই চিঠি পাঠানো হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে নেবে ইসি। ইতোমধ্যে দেশসেরা প্রযুক্তিবিদদের মতামত নিয়েছে সংস্থাটি।

বর্তমানে ইসির কাছে ১ লাখ ৫৪ হাজার ভোটযন্ত্র রয়েছে, যা দিয়ে ১০০টির মতো আসনে ভোট নেওয়া সম্ভব।

সূত্র : বিডি প্রতিদিন