জগন্নাথপুরে গলাকাটা লাশ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

জগন্নাথপুরে গলাকাটা লাশ উদ্ধার, গ্রেফতার ১

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশটি ময়নাতদন্ত শেষে দাপন করা হয়েছে। বৃদ্ধার বড় মেয়ে খোদেজা বেগম (৪০) বাদী হয়ে বুধবার জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে সুরুজ আলী’র (৬৫) দুই ছেলে সুজন মিয়া ও সুজাত মিয়া নিয়ে বসবাস করে আসছেন। সোমবার দিবাগত রাত দেড়টা দিকে সুজাত মিয়া প্রতিবেশি জাকারিয়াকে খবর দেয় তার বাড়ীতে ডাকাত আসছে ও তার বাবাকে গলাকেটে হত্যা করতেছে। খবর পেয়ে জাকারিয়া সুরুজ আলীর বাড়িতে এসে গলাকাটা লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে জগন্নাথপুর সার্কেল এর এএসপি, অফিসার ইনচার্জ সহ একদল পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে সুরুজ আলী’র দুই ছেলে ও আপন ভাই মক্তাচ্ছির আলী, প্রতিবেশী জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করা জন্য থানায় নিয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে ৩জনকে ছেড়ে দেন। ছোট ছেলে সুজাত মিয়াকে আটক রাখে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হসতান্তর করেন। লাশটি জানাযা শেষে গ্রামের পঞ্চায়েতি কবর স্থানে দাফন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক ব্যক্তি জানান, সুরুজ আলী ছোট ছেলে সুজাত মিয়া সম্ভবত তার বাবাকে হত্যা করেছে। এ নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। স্থানীয় ইউপি সদস্য কাউছার মিয়া তালুকদার জানান, সম্ভবত রাত দেড়টা অথবা দুইটার সময় ঘটনা ঘটেছে। আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশ দেখতে পাই। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশটি দাফন করা হয়েছে।

এ বিষয়ে জানতে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুন ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধারের পর মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তবে বৃদ্ধার ছেলে সুজাতকে রিমান্ডের জন্য আজ কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ