বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

রোববার ( ১২ জুন ) এ সভা অনুষ্ঠিত হয়।

তৃণমূল থেকে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ২নং বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া।

বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কাজল লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম, সদস্য শামস উদ্দিন শামস ও শাহ আলম সজীব।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান লকুছ, নিলু ভূষণ দে, কোষাধ্যক্ষ মো. আজম মিয়া, উপপ্রচার সম্পাদক মিনহাজুল হক মিনহাজ, সদস্য মাসুক মিয়া, আব্দুল মন্নান, আব্দুল কাইয়ুম দুলাল, ইয়াওর মিয়া, মইনুল ইসলাম জানুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া প্রমুখ।

বর্ধিত সভায় বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।