মামলা তুলতে শিশু অপহরণ, আটক ১

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

মামলা তুলতে শিশু অপহরণ, আটক ১

সিলনিউজ বিডি ডেস্ক :: স্ত্রীর করা মামলা তুলে নিতে শ্যালিকার শিশু সন্তানকে জিম্মির অভিযোগে মো. সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জিম্মিদশা থেকে মুক্ত করা হয় পাঁচ বছরের ওই শিশুকে। রবিবার ভোরে কক্সবাজার জেলার ঈদগাঁও থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

সিএমপি’র সদরঘাট থানার ওসি মো. খায়রুল ইসলাম বলেন, তিন বছর আগে ট্রাকচালক সেলিমের সাথে বিয়ে হয় হোসনে আরা বেগমের। বিয়ের পর জানতে পারেন আগেও সেলিম একাধিক বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ হতো। কয়েক দিন আগে নগরীর সদরঘাট থানার টং ফকির মাজার লেইনে ছোট বোনের বাসায় আশ্রয় নেয় হোসেনে আরা। পাশাপাশি আদালতে সেলিমের বিরুদ্ধে একটি মামলা করেন। শনিবার সকালে সেলিম শ্যালিকার পাঁচ বছর বয়সী শিশু কন্যাটিকে চকলেট-চিপস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখান থেকে ফোন করে হোসনে আরাকে মামলা তুলে নিতে বলেন। নইলে শিশুটির ক্ষতি করার হুমকি দেন। অভিযোগ পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় সেলিমকে।

সূত্র : বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ