সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
অনলাইন ডেস্ক :: এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই হারের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের এবারের এশিয়ান কাপ খেলার স্বপ্ন। টানা ৩ ম্যাচ হেরে চার দলের গ্রুপের তলানিতে থেকেই বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।
এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকেত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়েও সমতায় ফিরে আশা দেখিয়েছিল ভূঁইয়ার দল। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষে স্কোর লাইন দাঁড়িয়েছে বাংলাদেশ ১ ও মালয়েশিয়া ৪।
এবারের আসরে প্রথম দুই ম্যাচে র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ২-০ এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে হেরেছিল ২-১ ব্যবধানে। তবে ওই ম্যাচগুলোতে নিজেদের পারফরম্যান্স দিয়ে নতুন দিনের আশা জাগিয়েছিলেন জামাল ভূঁইয়ারা। তবে এই ম্যাচে নিজেদের ঠিক সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ।
এদিন পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য করেছে মালয়েশিয়া। বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত থেকেছে। ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৭তম মিনিটে শফিক আহমেদের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল তারা। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বড় হতে পারত। ৭৩তম মিনিটে ড্যারেন লুকের গোলে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে মালয়েশিয়া।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি