ছাতকে এস পি পি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২২

ছাতকে এস পি পি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের ভিত্তি প্রস্তর স্থাপন

তমাল পোদ্দার, ছাতক প্রতিনিধি :: ছাতকে এস পি পি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে গেইটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইশতিয়াক রহমান তানভীর। এসময় বীর মুক্তিযোদ্ধা আমীর আলী বাদশা, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, অভিভাবক সদস্য আব্দুল মতিন, প্রধান শিক্ষক হারাধন তালুকদারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিকের সহযোগিতায় প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের প্রধান দৃষ্টি নন্দন গেইটটি নির্মিত হবে। প্রধান শিক্ষক হারাধন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি গেইট বিহীন ছিলো। এখন মূল গেইটটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে সহায়ক হবে। ভিত্তি প্রস্তর স্থাপনের আগে এসএসসি পরীক্ষা ২০২২ সালের অত্র বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ