সিলেট এসে পৌঁছেছে কামরানের লাশ (ভিডিও)

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

সিলেট এসে পৌঁছেছে কামরানের লাশ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেট এসে পৌছেছে ।

সোমবার দুপুরে লাশ বহনকারী এম্বলেন্সে করে সিলেট নগরীর ছড়ারপাড়স্থ বাসায় নিয়ে আসা হয় সাবেক মেয়রের মরদেহ।

এর আগে রোববার দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

উল্লেখ্য, গত ৫ জুন সাবেক মেয়রের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৬ জুন সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার সন্ধ্যায় তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সবার প্রিয় সাবেক মেয়র কামরানের মরদেহ পূর্ণভুমি সিলেটে। সাবেক মেরর কামরানের মরদেহ এগিয়ে নিতে এলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

Posted by Syl News BD on Sunday, 14 June 2020

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ