প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক সিলেট বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

সিলনিউজ বিডি ডেস্ক :: যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান বলেছেন, আত্মপ্রত্যয়িই জাতি গঠনে দক্ষ যুব শক্তির বিকল্প নেই। তিনি বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে যুবদের সম্পৃক্তিকরণের গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, প্রশিক্ষণের গুণগতমান উন্নয়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলাতে হবে। এ ব্যাপারে যুব উন্নয়ন অধিদপ্তরের গুরুত্ব অপরিসীম। তিনি বিভাগীয় কর্মশালায় আগত কর্মকর্তাদের এ ব্যাপারে তৎপর হওয়ার জন্য অনুরোধ জানান।

তিনি গত ১৪ জুন মঙ্গলবার দিনব্যাপী সিলেট নগরীর টিলাগড়স্থ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক সিলেট বিভাগীয় কর্মশালা-২০২২ এ ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবিরের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ), (যুগ্ম সচিব) মোঃ খোন্দকার রুহুল আমীন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন। প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক সিলেট বিভাগীয় কর্মশালা ৭টি জেলার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ