সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল। নির্বাচনে ১৮টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাতটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
নির্বাচিতরা হলেন- বাসাইল উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে সোহানুর রহমান সোহেল এবং কাশিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রমজান মিয়া, সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আনছার আলী আসিফ, গজারিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাজ্জাত হোসেন।
নাগরপুর উপজেলা ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মিয়া, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আবু সাঈদ, ভাওড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুর রউফ, আজগানা ইউনিয়নে নৌকা প্রতীকে কাদের সিকদার, লতিফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রনি ও তরফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজিজ রেজা নির্বাচিত হয়েছেন।
এদিকে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো. ফজলুল হক, শোলাকুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে ইয়াকুব আলী, আউশনারা ইউনিয়নে নৌকা প্রতীকে মো. গোলাম মোস্তফা, কুড়ালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহির এবং বেড়বাইদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো. জুলহাস উদ্দিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি