সিলেটে বন্যার্তদের সহায়তায় পররাষ্ট্রমন্ত্রীকে দূর্যোগ প্রতিমন্ত্রীর আশ্বাস

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

সিলেটে বন্যার্তদের সহায়তায় পররাষ্ট্রমন্ত্রীকে দূর্যোগ প্রতিমন্ত্রীর আশ্বাস

সিলনিউজ বিডি ডেস্ক :: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় লাখ খানেক মানুষ। এরই মধ্যে সিলেট ও তার আশপাশের অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা কবলিত এলাকা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সিলেট শহরতলীর বন্যা কবলিত মোগলগাঁও, কান্দিগাঁও, জালাবাদ ও হাটখোলা ইউনিয়নের মানুষের জন্য জরুরী ত্রাণ সহায়তার জন্য ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপির সাথে আলাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সাথে সাথে প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দেন যতো দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হবে।

এর আগে গত মে মাসের মাঝামাঝি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট মহানগরসহ জেলাজুড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার পানি সুরমা নদী উপচে নগরের বাসাবাড়িতে প্রবেশ করে। প্রায় ১৫ লাখ মানুষ পানিবন্দি ছিল। সেই সময়ে সিলেট নগরেও লাখো মানুষ বন্যাকবলিত হয়ে চরম দুর্ভোগে পড়েছিলেন। ওই দুর্ভোগের রেশ কাটতে না কাটতে নতুন করে বন্যার কবলে পড়েছে মানুষ।

গত মাসের বন্যায়ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ