সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী হাবিবুল বাসার। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী অটোরিকশা প্রতীক নিয়ে ওয়ালিদ হাসান মামুন জয়ী হয়েছেন। মামুন পেয়েছেন ৩৭১১ ভোট এবং নৌকা প্রতিকের প্রার্থী বাসার পেয়েছেন ২৭৯৬ ভোট।
কামালদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নিজ বাড়ির দু’টি কেন্দ্রে নৌকার প্রার্থী হেরেছেন। এখানে নৌকার প্রার্থী দু’টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৬৬৮ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকের মো. জাকির হোসেন পেয়েছেন ৭০০ ভোট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নিজ বাড়ীর কেন্দ্রে নৌকার প্রার্থী পরাজয়ে এলাকায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ভোটগ্রহণ শেষ হবার পর এলাকায় দুটি গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয়। নৌকা প্রার্থীর পক্ষে কয়েক ব্যক্তি জোরপূর্বক কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা প্রদান করে। এতে করে নৌকার প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র চশমা প্রতীক প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশের বিশেষ নজরদারি থাকায় কোন পক্ষই বিবাদে জড়াতে পারেনি। ভোট কেন্দ্রে দু’পক্ষের মারমুখী অবস্থান থাকলেও ভোট গননা সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি