সিলেট যুব একাডেমির খাদ্য সহায়তা প্রদানে চেয়ারম্যান এড আফছর আহমেদ..

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

সিলেট যুব একাডেমির খাদ্য সহায়তা প্রদানে চেয়ারম্যান এড আফছর আহমেদ..

অনলাইন ডেস্ক : সিলেট যুব একাডেমির ( এস জে এ) এর উদ্যোগে আজ ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় হত-দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের সুনাম ধন্য চেয়ারম্যান জননেতা এড আফছর আহমেদ সহ সিলেট যুব একাডেমির নেতৃবৃন্দ। এ সময় এড আফছর আহমেদ বলেন এই মহামারী করোনা ভাইরাস সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সহ চাকরীচুত্য মানুষের পাশে দাড়ানো আমাদের মানবিক দায়িত্ব, এই সময় যুব একাডেমির উদ্যোগ সত্যি অনেক প্রশংসনীয় ।