মুক্তিযুদ্ধের নির্ভীক কূটনীতিক মহিউদ্দিন আহমদ আর নেই

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

মুক্তিযুদ্ধের নির্ভীক কূটনীতিক মহিউদ্দিন আহমদ আর নেই

অনলাইন ডেস্ক :: সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ আর নেই। সোমবার আসরের নামাজের পর তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছের মহিউদ্দিন আহমদের স্ত্রী বিলকিস মহিউদ্দিন।
মুক্তিযুদ্ধকালে লন্ডনে তৎকালীন পাকিস্তান হাইকমিশনে কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন মহিউদ্দিন। ১৯৭১ সালের ১ আগস্ট লন্ডনের ট্রাফালগার স্কয়ারে মুক্তিযুদ্ধের স্বপক্ষে এক সমাবেশে পক্ষত্যাগের ঘোষণা দেন তিনি।

পরে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে সার্বক্ষণিক ভিত্তিতে কাজ করেন। অবসরজীবনে নিয়মিত কলাম লিখতেন মহিউদ্দিন আহমদ।

সূত্র : বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ