ফেঞ্চুগঞ্জে বন্যায় নতুন করে আক্রান্ত ২ শতাধিক পরিবার

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যায় নতুন করে আক্রান্ত ২ শতাধিক পরিবার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। ক্রমাগত পানি বৃদ্ধির কারনে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে ফেঞ্চুগঞ্জ। বাজার হাট রাস্তাঘাট মানুষের বাড়িঘর তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগীরা। এর মধ্যে একদিনের ব্যবধানে বন্যা আক্রান্ত হয়েছে উপজেলার সদর ইউনিয়নের ছত্তিশ এলাকা।

স্থানীয় বাসিন্দা ও ফেঞ্চুগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শাহিন আহমেদ জানান, ফেঞ্চুগঞ্জ পুর্ব বাজার থেকে পিটাইটিকর যাওয়ার মছরফ শাহ (রঃ) সড়ক ডুবে গিয়ে কুশিয়ারা নদীর পানি ঢুকছে বুড়িকিয়ারি বিলে। যে কারনে বিলের পানি বেড়ে আক্রান্ত হয়েছে ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছত্তিশ কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ, উত্তর ছত্তিশ (ফুল শাহ (র) মাজার এলাকা, ছত্তিশ থেকে বাঘমারা যাওয়ার রাস্তা। নতুন করে এলাকায় বন্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ২শ টি পরিবার।

এরমধ্যে আশ্রয় কেন্দ্র হিসাবে ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনেও পানি উঠায় ভুক্তভুগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুতই এলাকায় প্রয়োজনী সহায়তা বৃদ্ধির দাবি জানান তিনি।