সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২২
শান্তিগঞ্জ প্রতিনিধি :: বন্যার আগ্রাসনে এখন শান্তিগঞ্জের যেদিকেই থাকানো যায় শুধু পানি আর পানি। বন্যার থাবায় ঘরবাড়ি, রাস্তাঘাট সব প্লাবিত হয়ে একাকার হয়েগেছে৷ নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় আশ্রয়কেন্দ্রে মানুষ আর মানুষ। যে যেখানে পারছেন সেখানে গিয়ে জীবন রক্ষা করেছেন৷ ত্রাণের জন্য চারিদিকে মানুষের আর্তনাদ। সবকিছু প্লাবিয় হয়ে মানুষ যখন দিশেহারা ঠিক তখনি রাত হলেই ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বানভাসী মানুষেরা৷
এলাকায় ডাকাতের উপদ্রব বেড়েছে জেনে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা শেয়ার করেছেন। কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
প্রতিদিন রাত ১২ টার পরেই এলাকার মসজিদ মসজিদে মাইকিং করে ডাকাত প্রবেশের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার ঘোষণা দেওয়া হয়। রাত হলেও অনেকে সজাগ থেকে জান-মালের পাহারা দিচ্ছেন। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধাকারচ্ছন্ন হওয়ায় আতঙ্ক আরও তীব্র হয়েছে।
তবে এখন পর্যন্ত বড় কোনো ধরনের ডাকাতির সত্যতা পাওয়া যায়নি। কিন্তু দুই-এক স্থানে চুরির ঘটনা ঘটেছে। তবে ফেসবুকে ডাকাতির ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে আতঙ্কে পড়ে মানুষ। এমন পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বন্যাদুর্গত মানুষেরা।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতিতে ডাকাতের উপদ্রব বাড়ায় রাত্রে আমাদের টহল জোরদার করা হয়েছে। গতকালকেও নৌকা দিয়ে টহল দেয়া হয়েছে আজও তা চলমান আছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি