সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০
স্পোর্টস ডেস্ক :
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরে বের হওয়ায় ভারতীয় তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার স্ত্রীর সঙ্গে তর্ক হয় পুলিশের। এক পর্যায়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় পুলিশ কনস্টেবলকে।
সোমবার রাতে ভারতের রাজকোটের রাস্তায় স্ত্রী রিভাবাকে সঙ্গে নিয়ে ড্রাইভ করছিলেন রবিন্দ্র জাদেজা। করোনাবিধি মেনে জাদেজা মুখে মাস্ক পরলেও রিভাবা পরেননি; যা দেখতে পেয়ে রাজকোটের কিষানপাড়ায় ডিউটিতে থাকা কনস্টেবল সোনাল গোসাই গাড়িটি থামান।
মাস্ক না পরার কারণ জিজ্ঞাসা করায় জাদেজার স্ত্রীর সঙ্গে কনস্টেবলের বাকবিতণ্ডা হয়। তর্কের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল সোনাল। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আধাঘণ্টা পর ছেড়েও দেয়া হয়।
এ ব্যাপারে রাজকোটের ডেপুটি কমিশনার মনোহর সিং জাদেজা বলেছেন, রবিন্দ্র জাদেজার স্ত্রী মাস্ক না পরাতেই কনস্টেবলের সঙ্গে তর্ক হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
রবিন্দ্র জাদেজা ভারতীয় দলের একজন নিয়মিত সদস্য। এই তারকা অলরাউন্ডার দেশের হয়ে ৪৯টি টেস্ট, ১৬৫টি ওয়ানডে আর ৪৯টি টি-টোয়েন্টি খেলে এক সেঞ্চুরি আর ২৬টি হাফসেঞ্চুরির সাহায্যে ৪ হাজার ৩৩৬ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩৯ উইকেট।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি