সিলেটের গোলাপগঞ্জে মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রান্না করা খাবার ও পানি বিতরণ

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রান্না করা খাবার ও পানি বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেট মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এইচ আর শাকিলের নিজ উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জের উজান মেহেরপুর এলাকায় বন্যা কবলিত ১০০ পরিবারের মাঝে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হয়েছে।

(২৬ জুন) রোববার সারাদিন গোলাপগঞ্জ বিভিন্ন এলাকায় এই রান্না করা খাবার ও পানি বিতরণ করেন।

এসময় সিলেট মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এইচ আর শাকিল বলেন, মানুষ মানুষের জন্য এ কথাটি চরম সত্য। কোন মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা যেকোন বিপদে পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সামাজিক মূল্যবোধ ও নৈতিক দায়িত্ব থেকে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরো বলেন, আজ সিলেটের গোলাপগঞ্জ এলাকার বন্যা কবলিত ১০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার ও পানি বিতরণ করেছি। আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা আরো খাদ্য সামগ্রী বিতরণ করবো।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ