জন্মদিনে রাজ্জাকের কীর্তিময় রেকর্ড জানাল আইস

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

জন্মদিনে রাজ্জাকের কীর্তিময় রেকর্ড জানাল আইস

খেলা ডেস্ক :: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ২০০ উইকেট শিকারি বোলার আব্দুর রাজ্জাকের ৩৮তম জন্মদিন আজ।

জাতীয় দলের এই সাবেক তারকাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেই শুভেচ্ছায় লাল-সবুজের জার্সি গায়ে এই সাবেক স্পিনারের কীর্তিময় রেকর্ডের কথা বিশ্ববাসীকে জানিয়েছে আইসিসি।

শুভেচ্ছাবার্তায় আইসিসির অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে, ৩৪ টি-টোয়েন্টি; সবমিলে ২৭৯ আন্তর্জাতিক উইকেট। ২০১০ সালের বিশ্বের দ্বিতীয় স্পিনার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক এবং বাংলাদেশের দ্রুততম ওয়ানডে হাফসেঞ্চুরির রেকর্ডও তার। শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক।’

জাতীয় দলে না থাকলেও চমৎকার খেলে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব করছেন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম শ্রেণি, লিস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনি দেশের প্রথম ও একমাত্র বোলার যার ঝুলিতে ১ হাজার উইকেট জমা পড়েছে। তিন ফরম্যাট মিলে উইকেটসংখ্যায় তার ধারেকাছেও নেই দেশের অন্য কোনো বোলার।

বর্তমানে তার উইকেটসংখ্যা ১১৪৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ বার পাঁচ উইকেটসহ ৬৩৪, লিস্ট এ’তে ৯ বার পাঁচ উইকেটসহ ৪১২ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে রাজ্জাকের শিকার ৯৯টি উইকেট।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ