সেনানিবাসের সিএসডি’তে পেমেন্ট সুবিধা আনল ট্যাপ

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২

সেনানিবাসের সিএসডি’তে পেমেন্ট সুবিধা আনল ট্যাপ

অনলাইন ডেস্ক :: ঢাকা সেনানিবাসের সিএসডি’র প্রধান কার্যালয়ে সিএসডি এবং ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মধ্যে গত ২৪ জুলাই একটি মার্চেন্ট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় এখন থেকে দেশের সকল সেনানিবাসের সিএসডি থেকে কেনাকাটা করে ট্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে। গ্রাহকরা সিএসডির আওতায় ২৫টি এক্সক্লুসিভ শপ, ২৭টি সুপার শপ, ১৬টি সিএসডি টেস (ডেলিভারিসহ), ক্যাপ্টেনস্ ওয়ার্ল্ড, ফার্মেসি ও সিএসডি মটর পার্টস শপ থেকে ট্যাপের এ সেবা উপভোগ করতে পারবেন। উক্ত সময়ে সিএসডি’র ব্যবস্থাপনা পরিচালক; সেনাসদরের কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তরের পরিচালক; ট্যাপ এর সিইও নাজমুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেশের সেনানিবাসগুলোতে কেনাকাটা সহজ করতে কাজ করবে মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। এর আওতায় এখন থেকে ট্যাপ এর মাধ্যমে সহজেই সকল সেনানিবাসের ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট (সিএসডি) এর গ্রাহকরা কেনাকাটায় বিশেষ সুবিধা পাবেন। সেনানিবাসের সিএসডিগুলোতে কিউআরকোড সম্বলিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে খুব সহজে মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এতে গ্রাহকদের ঝামেলা কমার পাশাপাশি সময়ও বাঁচবে। এছাড়া ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের আরও অনুপ্রাণিত করতে ট্যাপ বিভিন্ন অফার দেবে যা পর্যায়ক্রমে কেনাকাটার সময় গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ