সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জের ধরে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ধারালো দা দিয়ে তিনজনকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরোদ্ধে।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের সদর উপজেলার খামতিয়ার গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংঘবদ্ধ হামলায় সঙ্গে থাকা আরও ৫জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এঘটনায় ১৬জনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, সুনামগঞ্জের সদর উপজেলার খামতিয়ার গ্রামের সামছুল আবেদীন রাজন ও ফয়জুল হকের লোকজনের সঙ্গে একই গ্রামের ইকবাল হোসেনের লোকজনের দ্বন্দ্ব ছলছিল। ওদিন দুপুরে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ফয়জুল হকের নেতৃত্বে সামছুল আবেদীন রাজন, একই গ্রামের নজির হোসনের ছেলে শামীম ও শাহীনসহ ১৫/১৬ জন সংবদ্ধ হয়ে হামলা চালিয়ে ইকবাল হোসেন, আনোয়ার হোসেন ও জালাল উদ্দিনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরে স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত ইকবাল হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাজন, ফয়জুল, শাহীন, শামীম গংরা পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে দা দিয়ে কুপিয়ে রক্তাত্ব করেছে আমাদের। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি