কেন নিজেকে ‘অনিয়মিত’ বোলার ভাবেন না মোসাদ্দেক?

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

কেন নিজেকে ‘অনিয়মিত’ বোলার ভাবেন না মোসাদ্দেক?

অনলাইন ডেস্ক :: ৪ ওভার, ২০ রান, ৫ উইকেট; বহুদিন পর এমন সুদিনের দেখা পেলেন ‘অলরাউন্ডার’ মোসাদ্দেক হোসেন সৈকত। এটা কেবল তার ক্যারিয়ার সেরা বোলিংই নয়, হারারের মাঠেও টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার।

জাতীয় দলেই অনিয়মিত হয়ে পড়া মোসাদ্দেকের এমন কাণ্ডের পর অনেকেই তাকে ‘অনিয়মিত’ বোলারের তকমা সেঁটে দিয়ে কৃতিত্ব দিচ্ছেন। তবে নিজের নামের আগে ‘অনিয়মিত বোলার’ শব্দটা বসাতে আপত্তি আছে মোসাদ্দেকের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই বললেন, ‘আমি যখন বোলিং করি, তখন কখনোই ভাবি না যে আমি অনিয়মিত বোলার। বোলিংয়ে আমি সব সময় নিয়মিত বোলারের দায়িত্বটাই নেওয়ার চেষ্টা করি।’
সেই সাথে মোসাদ্দেক জানিয়েছে কোন চেরাগের ঘষায় পেলেন এমন সাফল্য। তিনি বলেন, ‘উইকেটটা যদি দেখেন, বোলারদের জন্য খুব যে সহায়ক ছিল, সেটা বলব না। অবশ্যই উইকেট খুব ভালো ছিল। অধিনায়ক আমাকে বল দিয়ে বলেছিলেন রান আটকানোর কথা। …আমি কোনো কিছু মাথায় নিয়ে বোলিং করিনি। ভালো জায়গায় বল ফেলেছি, সে জন্য হয়তো সফল হয়েছি।’

মোসাদ্দেক যাই বলুন, তার ফাইফার কৃতিত্বেই হয়েছে নয়া অধিনায়ক নুরুল হাসান সোহানের মুখরক্ষা। তাই তো সোহান ম্যাচ শেষে তার নামটা জপলেন বিশেষ সুরে।

সূত্র : বিডি প্রতিদিন