সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২
শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: শ্রীমঙ্গলে ‘দুর্নীতিকে না বলুন’ এই শ্লোগান নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান।
দুর্নীতি প্রতিরোধে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম ব্যাখ্যা এবং শ্রীমঙ্গলে আশুকরণীয় বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ তালুকদার, দুর্নীতি প্রতিরোধে সনাক টিআইবি’র ভূমিকা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
দুপ্রক সদস্য মো: কাওছার ইকবালের পরিচালনায় মুক্ত আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দেশবাংলা সিনিয়র রির্পোটার ইসমাইল মাহমুদ, সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন মিন্টু, যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, মানবকন্ঠ প্রতিনিধি আবুজার বাবলা, খবরপত্রের প্রতিনিধি এহসানুল হক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো: আব্দুস শুকুর ও যায়যায়দিনের প্রতিনিধি শফিকুল ইসলাম রুমন প্রমুখ। সভায় কালেরকন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি মো: সাইফুল ইসলাম ও আমাদের সময় প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম এছাড়াও আরো বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংবাদকর্মীরা উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের দুর্নীতির চিত্র তুলে ধরেন এবং এর প্রতিকারের খবর পাওয়ার সাথে সাথে দুদকের সরাসরি তাৎক্ষনিক অভিযান পরিচালনা আহবান জানান। সংবাদকর্মীরা দুপ্রকের বিভিন্ন কাজে সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি