ছাতকে জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

ছাতকে জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শোক দিবস উপলক্ষে সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজ আঙ্গিনায় ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছাতক সরকারী ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় ১০০ বৃক্ষরোপন করবেন বলে ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন। রোববার সকালে ছাতক সরকারী ডিগ্রি কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার। এসময় অধ্যাপক একেএম বাকের হোসেন হাওলাদার, অধ্যাপক পার্থ সারথী টিটু, বজলুল হালিম বিদ্রোহী, কলেজের প্রদান সহকারী আব্দুস সহিদ, হিসাব রক্ষক আব্দুর রহিম, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, পৌর ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গির আলম তারেক, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, ছাত্রলীগ নেতা তাসরিফ আহমদ, হৃদয় তালুকদারসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##