স্কলার্সহোম-এ বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২

স্কলার্সহোম-এ বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলনিউজ বিডি ডেস্ক :: “বিতর্ক ভালো মন্দের পার্থক্য সৃষ্টি ও নেতৃত্বের দক্ষতা বিনির্মাণ করে”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, বিতর্ক ভালো মন্দের পার্থক্য সৃষ্টি ও নেতৃত্বের দক্ষতা বিনির্মাণ করে। মনন চর্চার অপরিহার্য অংশ সহপাঠ্য কার্যক্রম। এতে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পথ মসৃণ হয়। স্কলার্সহোম পরিবার চায় পরিবারের প্রত্যেকটি সদস্য পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমে যুক্ত হয়ে দেশ সমাজ বহির্বিশ্বে নিজেকে মার্জিত সংস্কৃতবান হিসেবে প্রতিষ্ঠিত করবে। (৮ আগস্ট) সোমবার স্কলার্সহোম মেজরটিলা কলেজ-এ বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা (ইংরেজি) সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

এতে মডারেটর হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের প্রধান, প্রভাষক ফরহাদ আহমেদ, বিচারক প্যানেলে ছিলেন প্রভাষক জাকারিয়া আল মামুন, প্রভাষক রাজন কান্তি দাশ, প্রভাষক মো.আশরাফুল্লাহ। অনুষ্ঠান পর্যালোচক হিসেবে ছিলেন প্রভাষক রাজীব ভট্টাচার্য। বিতর্ক প্রতিযোগিতায় ক,খ,গ এই তিন ক্যাটাগরিতে পক্ষ ও বিপক্ষ দল বক্তব্য ও যুক্তিখণ্ডন করেন।

ক, খ ,গ-গ্রুপের বিতর্কের বিষয় ছিল যথাক্রমে “ইন্টারনেট ক্যাননট টেইক ওভার দ্য রোল অব টিচার্স”, “পিপল ক্যান সেইভ নেচার ইউজিং টেকনোলজি”, “অল পেপার ডকুমেন্টস শুড বি রিপ্লেসড উইথ ইলেক্ট্রিক ভার্সনস”। তিন ক্যাটাগরিতেই বিপক্ষ দল জয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত আলম নাবিলা (ক-গ্রুপ), দশম শ্রেণির মাশরাফি আহমেদ (খ-গ্রুপ), একাদশ শ্রেণির হাবিবুর রহমান (গ-গ্রুপ)।

বিতর্ক শেষে অনুষ্ঠানের সমন্বয়ক ফরহাদ আহমেদ অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে অধ্যক্ষ মহোদয় বিজয়ী দলের ও শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করেন, বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ