সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২
৫৬ ঘণ্টায় ১ হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা: ইসরায়েলি সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ৫৬ ঘণ্টায় ইসরায়েলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, রবিবার রাত সাড়ে ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ইসরায়েলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি দৈনিক হারেৎজ লিখেছে, গাজায় সাম্প্রতিক হামলা ইসরায়েলের জন্য কলঙ্কজনক পরাজয় ডেকে এনেছে। এই পত্রিকাটি গাজায় হামলার নিন্দা জানিয়ে লিখেছে, এই হামলার পর ইসরায়েলিদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল। দৈনিকটি ইসরায়েলকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।
এছাড়া গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতেও পত্রিকাটি দখলদার ইসরায়েলকে পরামর্শ দিয়েছে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন কয়েকটি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর এটি হলো গাজার সব ক্রসিং পয়েন্ট খুলে দিতে হবে এবং অবরোধ শিথিল করতে হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আজ থেকে ক্রসিং পয়েন্টগুলো দিয়ে গাজায় জ্বালানি প্রবেশ করতে পারবে।
সূত্র : পার্সটুডে ও হারেৎজ।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি