তিন ফরম্যাটেই শীর্ষে উঠতে পারবেন বাবর: মাহেলা জয়াবর্ধনে

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

তিন ফরম্যাটেই শীর্ষে উঠতে পারবেন বাবর: মাহেলা জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক
ওয়ানডে ও টি-২০র মত টেস্ট ক্রিকেটের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠার ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। এমনটাই মনে করেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দেয়া এক সাক্ষাৎকারে জয়াবর্ধনে জানান বাবর প্রতিভাবান ক্রিকেটার। ওয়ানডে ও টি-২০র মত টেস্টেরও শীর্ষে উঠার ভালো সুযোগ থাকছে বাবরের।

বর্তমানে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক নম্বর স্থানে আছেন বাবর। আর টেস্টের তৃতীয়স্থানে আছেন তিনি। তাই একসাথে তিন ফরম্যাটের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠার দারুন সুযোগ আছে বাবরের।

তিন ফরম্যাটেই দারুন ছন্দে রয়েছেন বাবর। এ বছর টেস্টে ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিতে ৬৬১ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৭৩। ঘরের মাঠে করাচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের ইনিংস খেলেন তিনি। তার ঐ ইনিংসে অসিদের কাছে নিশ্চিত হার থেকে রক্ষা পায় পাকিস্তান। এরপর গল’এ শ্রীলংকার বিপক্ষে ১১৯ রানের নান্দনিক ইনিংস খেলেন। প্রথম ইনিংসে বাবরের এই লড়াকু সেঞ্চুরিতেই ৪ উইকেটে ম্যাচ জিতে পাকিস্তান।

বাবরের সাফল্যের কারণ হিসেবে জয়াবর্ধনে জানান, টেকনিক্যালি ভালো হওয়াতে গত কয়েক বছর ধরে তিন ফরম্যাটেই সফল বাবর।

আইসিসির এক ভিডিও বার্তায় জয়াবর্ধনে বলেছেন, আমি বলবো, বাবরের একটা সুযোগ আছে। সে তিন ফরম্যাটেই ধারাবাহিক এবং এটা তার র‌্যাংকিংয়েই লক্ষ্য করা যায়। সে স্বাভাবিকভাবেই একজন প্রতিভাবান খেলোয়াড়। সে সব কন্ডিশনেই ভালো খেলে এবং নিজেকে মানিয়ে নিতে পারে।

তিনি আরো বলেন, টি-২০, ওয়ানডে বা টেস্ট যেখানেই খেলুক না কেন, কোন সময়ই বিচলিত হন না বাবর। দুর্দান্তভাবে মানিয়ে নেন তিনি। টেস্ট ক্রিকেটে জো রুটও তাই। রুট জানে কি করতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে। বাবরেরও একই গুণ আছে।

সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই শীর্ষে আছেন বাবর। এভাবে শীর্ষস্থান ধরে রাখা বেশ কঠিন বলে জানান জয়াবর্ধনে।

তিনি বলেন, এটা নির্ভর করে কে কতটা ক্রিকেট খেলছে। তাই ওয়ানডে ও টি-২০তে এটা ধরে রাখা কঠিন। কারণ অনেক ভালো খেলোয়াড় আছে যাদের ধারাবাহিক হতে হবে। এখানেই বাবর বাকিদের থেকে আলাদা। তবে তিনটি ফরম্যাটেই সে সেরা ক্রিকেটার হবে, এটা এখনই বলতে চাই না। কারণ এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা ওকে সরিয়ে দিতে পারে।

জয়াবর্ধনে আরো বলেন, নিজেকে আরো ভাল করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন বাবর। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে দেখা গেছে এক নম্বর হওয়াই তার প্রধান লক্ষ্য।

শুধুমাত্র ব্যাটার হিসেবে নয় অধিনায়ক বাবরেরও প্রশংসা করেছেন জয়াবর্ধনে। তিনি বলেন, অধিনায়ক হিসেবেও দরুন দায়িত্ব পালন করছেন এবং পারফর্ম করেছেন, যা দেখতে দারুণ। এটি করা সহজ কাজ নয়।

এস:এম:শিবা