সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২
অনলাইন ডেস্ক :: বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকস ফোরাম (বিএনডিএফ) ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বার্ষিক সভা ও সেমিনার আয়োজন করেছে। কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত এই অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএনডিএফ-এর সভাপতি শামসুন্নাহার মহুয়া।
বিএনডিএফ-এর সাধারণ সম্পাদক তামান্না চৌধুরীর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে সেমিনারের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর সৈয়দ মোদাসসের আলী, প্রফেসর ডক্টর লিয়াকত আলী সায়েদা সালেহা সালেহীন সুলতানা ও লবি রহমান।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুষ্টি কার্যক্রম বৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পুষ্টিবিদরা।
বর্ষপূর্তি অনুষ্ঠানে বাংলাদেশের পুষ্টি সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানান ফোরামের নেতারা। তারা বলেন, আমরা চিকিৎসার পেছনে অনেক অর্থ খরচ করি। অনেকে সর্বস্বান্ত হয়ে যায় চিকিৎসা করাতে গিয়ে। তাই যদি আগে থেকে সচেতনতার সঙ্গে জীবন কাটানো যায় তাহলে রোগমুক্ত থাকা সম্ভব।
বিএনডিএফ-এর সহকারী সাধারণ সম্পাদক চৌধুরী তাসনীম হাসিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনার শেষ হয়। সভা সঞ্চালনায় ছিলেন শায়েলা সাবরিন শর্মী এবং নিসাত শারমিন নিশি।
সূত্র : বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি